ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

রাজনীতি

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বরিশালে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, আগস্ট ২১, ২০১৫
গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বরিশালে সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহতদের স্মরণে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নগরীর শহীদ সোহেল চত্বরের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।



বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুসের সভাপতিত্বে সভায়য় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের নেতা কর্নেল জাহিদ ফারুক শামীম, সৈয়দ আনিসুর রহমান, অ্যাড. মজিবর রহমান, ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন চুন্নু, তারিখ বিন ইসলাম প্রমুখ।

বক্তারা গ্রেনেড হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।