ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

রাজনীতি

নগর বিএনপি সম্পাদককে হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০১, আগস্ট ২১, ২০১৫
নগর বিএনপি সম্পাদককে হাসপাতালে ভর্তি

রাজশাহী: বুকে ব্যথা অনুভব করায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।



রামেক পুলিশ বক্স ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে ভর্তির পর তাকে ৩২ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণের পর ভিআইপি কেবিনে নেওয়া হবে।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জামিনে মুক্তি পাওয়ার পর রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে ফের মিলনকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।