ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

রাজনীতি

অ্যাডভোকেট বুলবুল চৌধুরী বিএমএলের মহাসচিব নির্বাচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, জুলাই ২৬, ২০১৫
অ্যাডভোকেট বুলবুল চৌধুরী বিএমএলের মহাসচিব নির্বাচিত

ঢাকা: অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) মহাসচিব নির্বাচিত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) বিকেলে সংগঠনের সভাপতি এ.এইচ.এম কামরুজ্জামান খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি জানান, রোববার সকাল ১১টায় রাজধানীর বনানীতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে তার সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কমিটির এক সভায় সর্বসম্মত সিদ্ধান্তে দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরীকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়।

সভায় সংগঠনের যুগ্ম মহাসচিব কেএম নজরুল ইসলাম, অ্যাডভোকেট আবুল হোসেন মনি, আইন ও সংসদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন,শ্রম ও জনসংখ্যা সম্পাদক আমিনুর রহমান চৌধুরী,মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ নাসরুল আহসান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সরওয়ার-ই-আলম খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরী ২০১৩ সালের জুলাই মাস থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুলাই ২৬,২০১৫
এলকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।