ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

রাজনীতি

সংকট নিরসনে মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, জুলাই ২৬, ২০১৫
সংকট নিরসনে মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন

ঢাকা: চলমান রাজনৈতিক সংকট নিরসনে মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন বলে জানিয়েছেন, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-ভাসানী) চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজহারুল ইসলাম।

রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাপ-ভাসানীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


 
তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হলে সমৃদ্ধশালী রাষ্ট্র গড়া সম্বব হবে।

তিনি আরও বলেন, বিচার বিভাগকে প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করছে বর্তমান সরকার।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতিসহ গ্রেফতার হওয়া অন্যান্য নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানায় দলটি।
 
মানববন্ধনে দলটির মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী ও সভাপতি মনজুর আহসান ঈসাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
ইউএম/এএসএস/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।