ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

রাজনীতি

চকরিয়া পৌর যুবলীগ সভাপতি বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, জুলাই ২৬, ২০১৫
চকরিয়া পৌর যুবলীগ সভাপতি বহিষ্কার

ঢাকা: সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবলীগের কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভা শাখার সভাপতি হাসানগীর হোসাইনকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে সংগঠনের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক হাসানগীর হোসাইনকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।  

একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে আগামী ১৫ দিনের মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এলকে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।