ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদা-সুজা আলম বৈঠক রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪২, জুলাই ২৬, ২০১৫
খালেদা-সুজা আলম বৈঠক রোববার খালেদা জিয়া ও সুজা আলম

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম রোববার (২৬ জুলাই) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
 
এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।


 
শনিবার (২৫ জুলাই) রাতে বিএনপির প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।
 
ঢাকায় নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম এরইমধ্যে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
 
রোববার খালেদা জিয়ার সঙ্গে হবে সুজা আলমের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। তবে এর আগে ঈদুল ফিতর উপলক্ষে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে যোগ দিয়েছিলেন সুজা আলম।
 
বাংলাদেশ সময়  ০১৪২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এজেড/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।