ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীদের সঙ্গে খালেদার মতবিনিময় শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫০, জুলাই ২৫, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীদের সঙ্গে খালেদার মতবিনিময় শনিবার খালেদা জিয়া

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও স্থানীয় বার কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে শনিবার (২৫ জুলাই) মতবিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সন্ধ্যা সাড়ে ৭ টায় গুলশানে তার রাজনৈতিক কার‌্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।



চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন সামনে রেখে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
সর্বশেষ গত জুনে ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও স্থানীয় বার কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি প্রধান।
 
আগামী ২৩ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বিএনপপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফুল প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।  
 
বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।