ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

রাজনীতি

জয়পুরহাটে জেলা জামায়াত আমিরসহ গ্রেফতার ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১১, জুলাই ২৩, ২০১৫
জয়পুরহাটে জেলা জামায়াত আমিরসহ গ্রেফতার ৮ ডা. ফজলুর রহমান সাঈদ

জয়পুরহাট: জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদসহ ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার হরিপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।



সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, পাঁচবিবি উপজেলা আমির তসলিম উদ্দিন, সেক্রেটারি ডা. সুজাউল করিম, কালাই উপজেলা আমির তাইফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল আলিম, সদর উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, জামায়াত কর্মী আব্দুল বাতেন ও সমর্থক জোবায়ের হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাদা পোশাকধারী একদল গোয়েন্দা পুলিশ হরিপুর গ্রামে আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বাংলানিউজকে জানান, ওই বাড়িতে সরকারবিরোধী গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।