ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

রাজনীতি

ফখরুলসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৫ সেপ্টেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, জুলাই ২২, ২০১৫
ফখরুলসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৫ সেপ্টেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: গাড়ি পোড়ানোর একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি পিছিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২২ জুলাই) ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ’র আবেদনক্রমে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ এ দিন ধার্য করেন।



ফখরুল অসুস্থ মর্মে তার আইনজীবী সময়ের আবেদন করেছিলেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির হরতাল চলাকালে শেরেবাংলা নগর থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ মামলাটি দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।