ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

রাজনীতি

আরও দুই মামলায় জামিন গাসিক মেয়র মান্নানের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৩, জুলাই ২১, ২০১৫
আরও দুই মামলায় জামিন গাসিক মেয়র মান্নানের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নাশকতার আরও দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়র বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান। এর ফলে পাঁচটির মধ্যে সবগুলো মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।



মঙ্গলবার (২১ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. রেজা-উল করিম ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্টের অবসরকালীন বেঞ্চ দুই মামলায় এম এ মান্নানের তিন মাসের অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেন।

গাজীপুরের কালিয়াকৈর ও জয়দেবপুর থানায় নাশকতার মামলায় দু’টি দায়ের করা হয়।

আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করেন আইনজীবী মাসুদ রানা।

এম এ মান্নানের আইনজীবীরা বলেন, তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। এর আগে তিনি আরও তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পান। এই দুই মামলায় জামিন পাওয়ায় তার জামিনে মুক্তিতে আর কোনো বাধা রইলো না।

গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার করা হয় মেয়র মান্নানকে। পাঁচটি মামলায় কয়েক দফা রিমান্ডে নেওয়া হয় তাকে। এর মধ্যে দু’টি মামলায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।

বর্তমানে অসুস্থতাজনিত কারণে বারডেম হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন আছেন মান্নান।

এম এ মান্নানের অনুপস্থিতিতে গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।