ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

রাজনীতি

সাংবাদিক আতিকুল আলমের মৃত্যুতে খালেদার শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, জুলাই ২০, ২০১৫
সাংবাদিক আতিকুল আলমের মৃত্যুতে খালেদার শোক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য আতিকুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (২০ জুলাই) রাতে দেওয়া এক বার্তায় তিনি এ শোক ও দুঃখ প্রকাশ করেন।



বিবৃতিতে খালেদা জিয়া বলেন, সাংবাদিক আতিকুল আলম তার দীর্ঘ কর্মময় জীবনে নিজ পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্বাধীন সাংবাদিকতার মহান ব্রতকে সামনে রেখে তিনি নিরলস ভূমিকা পালন করেছেন, যা তার সতীর্থরা শ্রদ্ধার সঙ্গেই মনে রাখবেন বলে আমার বিশ্বাস।

বিএনপি চেয়ারপারসন বলেন, গণতন্ত্র ও মুক্তমত প্রসারে তার ভূমিকার প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার শোকাহত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ কথা জানান।

আতিকুল আলম ঈদ উদযাপনে বগুড়ার শ্বশুরালয়ে অবস্থানকালে সোমবার দুপুর ২টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
এজেড/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।