ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

রাজনীতি

সিলেট মহানগর ছাত্রলীগের নেতৃত্বে রুম্মান-তুষার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, জুলাই ২০, ২০১৫
সিলেট মহানগর ছাত্রলীগের নেতৃত্বে রুম্মান-তুষার

সিলেট: সিলেট মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে ঘোষিত চার সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি হয়েছেন আব্দুল বাসিত রুম্মান, আর সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল আলীম তুষার।

শিগগির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সোমবার (২০ জুলাই) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সজল দাস অনিক এবং সৈকত চন্দ্র রিমিকে।

সিলেট মহানগর ছাত্রলীগের সদ্যবিলুপ্ত কমিটির সভাপতি রাহাত তরফদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার সকালে কেন্দ্রীয় ছাত্রলীগ চার সদস্য বিশিষ্ট সিলেট মহানগর কমিটি ঘোষণা করেছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

গত ৪ জুলাই সিলেট মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।   ওই সম্মেলনের প্রায় ১৫ দিন পর এই নতুন কমিটি ঘোষণা করা হলো। আগের কমিটিতে সভাপতি ছিলেন রাহাত তরফদার, সাধারণ সম্পাদক ছিলেন এমরুল হাসান।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
এএএন/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।