ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

গাজীপুরে জামায়াতের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, জুন ১৬, ২০১৫
গাজীপুরে জামায়াতের মিছিল সংগৃহীত

গাজীপুর: জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে জামায়াতের ডাকা বুধবারের হরতালের পক্ষে মিছিল করেছে গাজীপুর মহানগর জামায়াত।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে মহানগরের ভোগড়া ও জয়দেবপুর বাজারের স্বর্ণপট্টি এলাকায় পৃথকভাবে দুটি মিছিল বের করে সংগঠনটি।



প্রতক্ষদর্শীরা জানান, হরতালের স্বপক্ষে জামায়াত হঠাৎ ঝটিকা মিছিল বের। ভোগড়ার মিছিলটি কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। জয়দেবপুর বাজারের স্বর্ণপট্টির মিছিল বের হয়ে বাসস্ট্যান্ড থেকে স্বর্ণপট্টি পর্যন্ত এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
আরএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।