ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

চার মামলায় খুলনা বিএনপি নেতার জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, জুন ১৫, ২০১৫
চার মামলায় খুলনা বিএনপি নেতার জামিন এস এম শফিকুল আলম মনা

খুলনা: নাশকতা, সরকারি কাজে বাঁধাদান ও গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের করা চার মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন খুলনা বিএনপির নেতা অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।

তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক।



সোমবার (১৫ জুন) দুপুরে হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ রেজাউল হক ও বিচারপতি মোঃ খসরুজ্জামানের দ্বৈত বেঞ্চে শুনানি শেষে মনার চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার পক্ষে জামিনের শুনানিতে অংশ নেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক।

মনার জামিন পাওয়া মামলাগুলো হলো, রূপসা থানার মামলা নং-২৫, তাং-৩১/০১/১৫, রূপসা থানার মামলা নং-০৩, তাং-০৪/০২/১৫, তেরখাদা থানার মামলা নং-০৩, তাং- ০৯/০২/১৫ এবং ফুলতলা থানার মামলা নং-০৩, তাং- ১২/০২/১৫।

খুলনা মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হক শাওন সোমবার (১৫ জুন) বিকেলে বাংলানিউজকে এসব তথ্য জানান।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এমআরএম/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।