ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

দায়রা আদালতেও দুদুর জামিন নামঞ্জুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫২, জুন ১৫, ২০১৫
দায়রা আদালতেও দুদুর জামিন নামঞ্জুর শামসুজ্জামান দুদু

ঢাকা: রাজধানীর পল্টন থানার গাড়ি ভাঙচুর, ককটেল নিক্ষেপ ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার চারটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু’র জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ জুন) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পল্টন থানার চারটি মামলার শুনানি হয়।

অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া মামলাগুলোর শুনানি করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হাসান মোল্লা জামিনের আবেদন নামঞ্জুর করেন।
 
দুদু’র অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জামিন নামঞ্জুরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
রাজধানীর মিরপুর থেকে গত ১১ জানুয়ারি রাত ৯ টায় দুদুকে আটক করে পুলিশ। মিরপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
সম্পাদনা: এমআই/এসএইচএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।