ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

চীনের প্রতিনিধি দলের সঙ্গে সৈয়দ আশরাফের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, জুন ১৫, ২০১৫
চীনের প্রতিনিধি দলের সঙ্গে সৈয়দ আশরাফের বৈঠক সৈয়দ আশরাফুল ইসলাম

ঢাকা: ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

সোমবার (১৫ জুন) দুপুর সোয়া ১২টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এ বৈঠক শুরু হয়।



সাত সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার জুয়ো ইয়াস হু।

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে আরও রয়েছেন, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক  অসীম কুমার উকিল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।
 
এর আগে সোমবার সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রতিনিধি দলের সদস্যরা।

শ্রদ্ধা জানানো শেষে বঙ্গবন্ধু ভবনে যান তারা। সেখানে তারা বঙ্গবন্ধু জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এসকে/এসএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।