ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

বিএনপি ব্যালট যুদ্ধে বিশ্বাস করে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, জুন ১৩, ২০১৫
বিএনপি ব্যালট যুদ্ধে বিশ্বাস করে না হাসানুল হক ইনু

কুষ্টিয়া: বিএনপি তো ব্যালট যুদ্ধে তো বিশ্বাস করে না। তারা সন্ত্রাসী ও আগুন যুদ্ধে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।



শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ইনু এ মন্তব্য করেন।

বিএনপিকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, আপনারা আগে মন ঠিক করেন, আপনারা ব্যালট যুদ্ধ করবেন না আগুন যুদ্ধ করবেন। এখন পর্যন্ত আপনারা (বিএনপি) সন্ত্রাস ও আগুন যুদ্ধের চক্রান্ত করে চলেছেন।

এরকম একটি পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীদের মুখে নির্বাচন বা ব্যালট যুদ্ধের আলোচনা বা পরামর্শ শোভা পায় না বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, এই মুহূর্তে (মধ্যবর্তী) নির্বাচন নিয়ে তো কেউ মাথা ঘামাচ্ছে না। আমরা মাথা ঘামাচ্ছি জঙ্গিবাদ এবং আগুন সন্ত্রাসীদের উৎপাত থেকে বাংলাদেশকে স্থায়ীভাবে নিরাপদ কিভাবে করা যায় সেটা নিয়ে।

এসময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ