ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

রাজনীতি

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে যুবদল নেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, জুন ১২, ২০১৫
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে যুবদল নেতার মৃত্যু ছবি: প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের মিন্টু কলেজ রেলক্রসিংয়ের কাছে ট্রেনে কাটা পড়ে নবী হোসেন (৫২) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে এ ঘটে।



নিহত যুবদল নেতা শহরের বিদ্যাময়ী স্কুলের পেছনে জেসিগুহ রোড এলাকার বাসিন্দা।
 
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার দুপুরে বাসা থেকে বের হয়ে শহরের মিন্টু কলেজ রেলক্রসিংয়ের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন নবী হোসেন। এরপর জুমার নামাজা আদায়ের জন্য মসজিদের উদ্দেশে রেলক্রসিং পার হওয়ার সময় পা পিছলে লাইনের উপর পড়ে যান।

এ সময় ময়মনসিংহ জংশনমুখী লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুন ১২, ২০১৫
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ