ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ফুলগাজীতে বিএনপি নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, জুন ৮, ২০১৫
ফুলগাজীতে বিএনপি নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

ফেনী: নাশকতার মামলায় ফেনীর ফুলগাজী উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সভাপতি গোলাম রসুল মজুমদার গোলাপকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৮ জুন) বিকেলে উপজেলার হাসানপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।



গোলাম রসুল মজুমদার ফেনী জেলা জাসাসেস যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতার মামলাসহ ফেনী মডেল থানায় ও ফুলগাজী থানায় ২৫টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় নিজ বাড়ির সামনে থেকে গোলাপকে গ্রেফতার করা হয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জুন ০৮, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।