ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

রোহিঙ্গা ইস্যুতে মুসলিম নেতাদের পদক্ষেপ নেওয়ার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, জুন ৮, ২০১৫
রোহিঙ্গা ইস্যুতে মুসলিম নেতাদের পদক্ষেপ নেওয়ার আহ্বান

ঢাকা : রোহিঙ্গা নির্যাতন বন্ধে মায়ানমার সরকারের প্রতি চাপ প্রয়োগে মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ও সংগঠনের মহাসচিব হাফেজ বাবু জুনাইদ নগরী।
 
সোমবার (০৮ জুন) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানান।


 
বিবৃতিতে তারা বলেন, রোহিঙ্গাদের বিষয়ে মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের ভূমিকা হতাশাজনক। তাদের পদক্ষেপ ও তৎপরতা দুর্বল হওয়ার কারণেই রোহিঙ্গাদের ওপর নির্যাতন বেড়ে চলছে।

রোহিঙ্গা নির্যাতন বন্ধে মায়ানমার সরকারের প্রতি চাপ প্রয়োগে মুসলিম বিশ্বের নেতাদের কার্যকর পদক্ষেপ নিতে ও এ ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও মানবতার পক্ষে আওয়াজ তুলতে আহ্বান জানান তারা।
 
বিবৃতিতে তারা প্রয়োজনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মায়ানমারের প্রতি আবারও অর্থনৈতিক অবরোধ আরোপ ও সংখ্যালঘুদের ওপর নৃশংস গণহত্যা চালানো দায়ে থেইনসেইন সরকারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর উদ্যোগ নেওয়ারও দাবি জানান।
 
একই সঙ্গে তারা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের ভূমিকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
 
বাংলাদেশ সময় : ১৮৪৩ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
এলকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।