ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ধুনটে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, জুন ৮, ২০১৫
ধুনটে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা ছবি: প্রতীকী

ধুনট (বগুড়া): পূর্ব বিরোধের জের ধরে বগুড়ার ধুনট উপজেলায় ডাবলু মিয়া (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
সোমবার (৮ জুন) দুপুরে ধুনট উপজেলার সোনাহাটা বাজারে তাকে কুপিয়ে আহত করা হয়।

পরে বিকেল ৪টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ডাবলুর বাড়ি উপজেলার নিমগাছি ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে। তিনি নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী।

নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সোমবার দুপুরে সোনাহাটা বাজারের একটি দোকানে চা পান করে বাড়ি যাচ্ছিলেন ডাবলু। পথে সোনাহাটা বাজারের গাক নামে একটি এনজিও কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা তাকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে ডাবলুর মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বাংলানিউজকে বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে মোবাইল ফোনে জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।