ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ড. ইনামুলের মৃত্যুতে খালেদার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, জুন ৮, ২০১৫
ড. ইনামুলের মৃত্যুতে খালেদার শোক খালেদা জিয়া

ঢাকা: চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক সহ-সভাপতি ও জিয়া পরিষদের উপদেষ্টা প্রফেসর ড. মো. ইনামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (৮ জুন) বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনের পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।



শোকবার্তায় খালেদা জিয়া বলেন, মরহুম ইনামুল হক প্রতিথযশা শিক্ষাবিদ হিসেবে সমাজে সুবিদিত ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন গুণী, বিদ্যানুরাগী এবং পণ্ডিত মানুষকে হারালো।

বার্তায় ইনামুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবার, স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি চেয়ারপারসন।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।