ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

রায়পুরে জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৮, জুন ৮, ২০১৫
রায়পুরে জামায়াত নেতা গ্রেফতার প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ রায়পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ওই গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে।

রায়পুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সোহেল মিয়া জানান, দীর্ঘদিন পলাতাক থাকার পর গোপন সংবাদে অভিযান চালিয়ে দক্ষিণ রায়পুরো থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান ওই এএসআই।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।