ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বিএনপি নেতা রমজানের মৃত্যুতে রিপনের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, জুন ৭, ২০১৫
বিএনপি নেতা রমজানের মৃত্যুতে রিপনের শোক

ঢাকা: দলের ভুয়াপুর উপজেলা শাখার সভাপতি ও টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি রমজান আলী চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

রোববার (৭ জুন) বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনির পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।



বার্তায় ড. আসাদুজ্জামান রিপন বলেন, রমজান আলী চেয়ারম্যানের মৃত্যুতে তার এলাকাবাসীর মতো আমরাও গভীরভাবে শোকাহত ও মর্মাহত। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের প্রতি অবিচল আস্থাশীল রমজান আলী চেয়ারম্যান ভুয়াপুর উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা রেখে গেছেন সেজন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে তার সাহসী ভূমিকা প্রশংসনীয়।

মরহুম রমজান আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ড. রিপন।

শনিবার (৬ জুন) রাতে ইন্তেকাল করেন রমজান আলী চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।