ফেনী: ফেনী রেলওয়ে স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষে ভাঙচুর চালিয়েছে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারির অনুসারীরা।
শনিবার (০৬ জুন) রাত পৌনে ১০টার দিকে নিয়ন্ত্রণ কক্ষে হামলা করে কম্পিউটার ভাঙচুর করে তারা।
এদিকে, ভাঙচুর শেষে রেলপথে অবস্থা নিয়েছে নিজাম উদ্দিন হাজারির অনুসারীরা।
ফেনী রেলওয়ে মাস্টার মাহবুবুল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এর আগে, রাত ৮টার দিকে ফেনীর লালপোল এলাকায় মহাসড়কে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারির গাড়িবহর আটক করে র্যাব।
এ সময় ৫টি শটগান, ৪টি পিস্তল, ২টি এলজিসহ আওয়ামী লীগের ২০ নেতাকর্মীকে আটক করা হয়। তল্লাশি শেষে রাত সাড়ে ৮টার দিকে গাড়িবহর ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনা প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাত ১০টার দিকে অবরোধ প্রত্যাহার করে তারা।
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
এমজেড/এসআর