ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

পাঁচবিবিতে বিএনপি-জামায়াতের ৫০০ নেতাকর্মী আ.লীগে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, জুন ৬, ২০১৫
পাঁচবিবিতে বিএনপি-জামায়াতের ৫০০ নেতাকর্মী আ.লীগে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: বিএনপি-জামায়াতের অপরাজনীতি তথা জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী রাজনীতি প্রত্যাখান করে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপি-জামায়াতের বিভিন্ন পর্যায়ের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী ও সমর্থক আওয়ামী লীগে যোগদান করেছে।

শনিবার দুপুরে পাঁচবিবি পৌর পার্কের মুক্ত মঞ্চে তারা আওয়ামী লীগে যোগ দেন।



এ সময় জামায়াতের সহযোগী সংগঠন জেলা শ্রমিক কল্যাণের সাবেক সহ-সভাপতি ও পাঁচবিবি উপজেলা জামায়াতের বর্তমান রুকন আ. সালাম ২ শতাধিক কর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

এছাড়াও আওলাই ইউনিয়ন বিএনপির সদস্য ও জনপ্রতিনিধি রকিব উদ্দীন, শ্রমিক দলনেতা এসএম খায়রুজ্জামান লিটন, কুসুম্বা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ফিরোজ তালুকদার বিএনপি প্রায় ৩০০ কর্মী নিয়ে যোগ দেন।

যোগদান পর্বে বক্তব্য রাখেন- জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মণ্ডল, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবীব, আয়মা রসুলপুর ইউনিয়েনের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল আলম বেনু প্রমুখ।  

জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদানের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন পাঁচবিবি উপজেলা জামায়াতের রুকন আ. সালাম ও কুসুম্বা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ফিরোজ তালুকদার।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
পিসি/   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।