ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বাসদের ৩ কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, জুন ৬, ২০১৫
বাসদের ৩ কর্মী আটক

ঢাকা: রাজধানীর সার্বিক নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারে অভিযোগে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ-মার্কবাদী) তিন কর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

আটকরা হলেন- তরিকুল আসলাম (৩৫), প্রগতি বর্মন প্রমা (২৫), সায়মা আফরোজা (২৫)।

এরা সবাই সংগঠনের কর্মী।

শনিবার (জুন ০৬) বিকেল ৩টা ৫৫ মিনিটে রাজধানীর তোপখানা রোড সংলগ্ন একটি গলি থেকে তাদের আটক করা হয়।  

শাববাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজ বাংলানিউজকে বলেন, রাজধানীতে নিরপত্তায় বিঘ্ন ঘটাতে পারে এ আশঙ্কায় একটি কর্মসূচি থেকে তাদের আটক
করা হয়েছে। থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করলে পুরো ঘটনা জানা যাবে। আটকদের মধ্যে একজন নারী আছেন। শাহবাগ থানায় বর্তমানে কোনো নারী পুলিশ নেই। তাই একটু দেরি হচ্ছে।

এর আগে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আটকের বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন, ০৬, ২০১৫/আপডেট: ১৬৫৪
এসজেএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।