ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

আতাইকুলায় আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, জুন ৬, ২০১৫
আতাইকুলায় আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলি ছবি : প্রতীকী

পাবনা: পাবনার আতাইকুলা হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল বাতেন মাস্টার নামে এক আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। তবে এসময় কৌশলে আত্মরক্ষা করেছেন তিনি।



শনিবার (৬ জুন) সকাল ১০টার দিকে দলীয় প্রতিপক্ষ আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কোরবান আলীর সমর্থকরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছেন বলে অভিযোগ উঠেছে।

এসময় গুলি না লাগলেও আব্দুল বাতেন এবং তার দুই ছেলে মানিক ও হীরণকে পিটিয়ে আহত করে তারা।

আব্দুল বাতেন মাস্টারের সমর্থক ও আতাইকুলার একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বিপু বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান কোরবান আলী আতাইকুলা হাট ইজারা পেয়ে আসছিলেন। কিন্তু এবার সরকারিভাবে তিনি (বিপু) হাটের ইজারা পেয়েছেন। এনিয়ে আব্দুল বাতেন ও তার সঙ্গে কোরবান আলীর বিরোধ চলছে।

বিপুর অভিযোগ, এর জের ধরে কোরবান আলীর লোকজন শনিবার সকাল ১০টার দিকে আতাইকুলা থানার ৫০ গজ দূরে জেলা সুপার মার্কেটের সামনে আব্দুল বাতেনকে লক্ষ্য করে বন্দুকের তিন রাউন্ড গুলি ছোড়েন। এসময় আব্দুল বাতেন কৌশলে রক্ষা পান। পরে কোরবান আলীর লোকজন আব্দুল বাতেন ও তার দুই ছেলেকে পিটিয়ে আহত করেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে এক রাউন্ড গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।