ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

এরশাদের সফরে বরিশালে দু'পক্ষের পাল্টাপাল্টি সম্মেলনের ডাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৮, জুন ৬, ২০১৫
এরশাদের সফরে বরিশালে দু'পক্ষের পাল্টাপাল্টি সম্মেলনের ডাক

বরিশাল: দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের আগমনকে কেন্দ্র করে বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টি দুই ভাগে বিভক্ত হয়ে পরেছে। গত দু’দিনে দলটির জেলা ও মহানগর নেতারা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেছেন।



ফলে এরশাদ আদৌ বরিশালে আসছেন, নাকি এ দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থানের কারণে পিছিয়ে যাবে কর্মসূচি -এ নিয়ে দলের মধ্যে চলছে দ্বিধাদ্বন্দ্ব। এ বিভক্তির ফলে কর্মীরা পরেছেন বিপাকে। সমর্থকদের মধ্যে সৃষ্টি হয়েছে নানান উৎকণ্ঠা।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার (০৮ জুন) পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, প্রেসিডিয়াম সদস্য মো. সাহিদুর রহমান টেপা, মশিউর রহমান রাঙা এমপি, ফকরুল ইমাম এমপি, নাসরিন জাহান রত্না এমপিসহ দলের দুই ডজন কেন্দ্রীয় নেতা বরিশালে আসছেন।

তারা সবাই জাতীয় পার্টির স্থানীয় প্রোগ্রামে অংশ নেবেন। তবে স্থানীয় অনুষ্ঠানমালা নিয়ে এরই মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। একটি পক্ষ দাবি করেছেন, ওই দিন বরিশাল মহানগর শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল-২০১৫ অনুষ্ঠিত হবে। যার নেতৃত্ব দেবেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক অ্যাডভাকেট এ কে এম মুতর্জা আবেদিন।  

অন্যদিকে বরিশাল জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলের নেতৃত্বে অপরপক্ষ ওই দিন তৃনমূল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দাবি করেছেন।

যা নিয়ে ইতোমধ্যে পৃথক দু’টি সংবাদ সম্মেলন করেছে উভয় পক্ষ।

বরিশাল তৃনমূল জাতীয় পার্টির কর্মী সম্মেলনের ব্যানারে শুক্রবার (০৫ জুন) বিকেল ৩টায় নগরীর ভাটারখালে বিআরটিসি বাস কাউন্টার সংলগ্ন এলাকায় সংবাদ সম্মেলন করেছেন মহসিন উল ইসলাম হাবুল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ০৮ জুন পল্লীবন্ধু এরশাদ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। আমরা এ কর্মী সম্মেলন অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করবো। ১৯৯০ সালের পর থেকে যারা জাতীয় পার্টি করে এসেছেন তারা অবশ্যই আমাদের কর্মী সম্মেলনে যোগ দেবেন। এ কর্মী সম্মেলনে কেউ কাঁটা হয়ে দাঁড়ালে আমরা সেই কাঁটা উপড়ে ফেলবো। জাতীয় পার্টির নাম ভাঙিয়ে যারা সম্মেলনকে বিনষ্ট করতে চায় তাদের প্রতিহত করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি বরিশাল মহানগরের সহ-সভাপতি রুস্তুম আলী খান, বরিশাল জেলা কমিটির সম্পাদক অ্যাডভোকেট আ. জলিল, জাতীয় পার্টি বরিশাল মহানগরের সাংগঠনিক সম্পাদক কাজী জয়নাল প্রমুখ।

অপরদিকে বৃহস্পতিবার (০৪ জুন) বেলা ১২টায় নগরীর ফজলুল হক এভিনিউয়ে সিটি মার্কেটের অস্থায়ী কার্যালয়ে দ্বিবার্ষিক কাউন্সিল সফল করার লক্ষে মহানগর জাপা’র ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বয়ক অ্যাডভোকেট এ কে এম মুতর্জা আবেদিনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব মো. আলতাফ হোসেন ভাট্টি।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক আ. বাছেদ তালুকদার, যুবপার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম মোস্তফা প্রমুখ।
দলের চেয়ারম্যান এরশাদের সফর ও সম্মেলন সফল করার লক্ষে এ সংবাদ সম্মেলন থেকে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলন দুই গ্রুপের ডাকা কাউন্সিল ও সম্মেলনের ভেন্যু নগরীর অশ্বিনী কুমার হলে রোববার (০৮ জুন) সকাল ১০টায় নির্ধারণ করা হয়েছে। একই দিন একই সময়ে এবং একই স্থানে দুই গ্রুপের এ সম্মেলন আয়োজনের ঘোষণায় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
 
এ বিষয়ে অ্যাড এ কে এম মতুর্জা আবেদীন বাংলানিউজকে বলেন, আমাদের পক্ষ থেকে যা কিছু করা হচ্ছে, সবকিছুই কেন্দ্রের নির্দেশে হচ্ছে। নগরীতে পোস্টার টানানো হয়েছে। দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে নেতা-কর্মীদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। দলের চেয়ারম্যান সম্মেলন প্রস্তুতি কমিটির জন্য ৭ সদস্যের একটি কমিটি করে দিয়েছেন। ফলে এখানে পাল্টা কর্মসূচির কিছু নেই।

সবশেষ বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলন হয়েছিল ২০০৫ সালে।

বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।