ঢাকা: যে অভিযোগে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতার করা হয়েছে সে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে সরকার বলে দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের হল রুমে নাগরিক ঐক্যের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
আ স ম আবদুর রব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে বলেন, মান্না যদি সত্যিই অপরাধ করে থাকেন তাহলে মামলা পরিচালনা করে প্রমাণ করুন তিনি অপরাধী। না পারলে তাকে নিঃশর্তে মুক্তি দিন। যদি অভিযোগ প্রমাণ ছাড়া তাকে আটকে রাখেন তাহলে আপনাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, আসলে মান্নার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে সরকার।
দেশে কোনো আইনের শাসন নেই উল্লেখ করে তিনি বলেন, বিনা বিচারে হত্যা হবে না, কথায় কথায় কারাগারে পাঠানো যাবে না -এসব উদ্দেশ্যে নিয়েই মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছিল। কিন্তু বাস্তবে তার বিপরীত ঘটনা ঘটছে।
মান্নার বিরুদ্ধে অভিযোগটা কী -প্রশ্ন রেখে এ রাজনীতিবিদ বলেন, মান্নার বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি অপ্রিয় সত্য কথা বলেন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ন্যায্য কথা বলেন। এই যদি অপরাধ হয় তাহলে সৎ-যোগ্য মানুষগুলো কোথায় যাবে।
তিনি অভিযোগ করে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রি করে খাওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের ফসল চুরি, ডাকাতি হয়েছে। ফ্যাসিবাদ ও দুঃশাসন কায়েম হচ্ছে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না মানবের তরে পৃথিবী, দানবের তরে নয়।
সবশেষে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, যদি মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে চান তাহলে দেশের মানুষের সম্মতিতে দেশ পরিচালনা করুন। কারও ইচ্ছার বিরুদ্ধে যাবেন না। অতীতেও অনেকেই এ কাজ করেছে কিন্তু তার ফলাফল ভালো হয়নি।
সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, প্রকৌশলী ম এনামুল হক, সাংবাদিক নাইমুল ইসলাম খান, ব্যারিস্টার সরোয়ার হোসেন, সাংবাদিক আবু সাইদ খান, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।
সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম।
সভায় বক্তারা সাংবাদিক মাহমুদুর রহমান মান্নার নিঃশর্ত মুক্তিরও দাবি করেন বক্তারা।
বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
একে/আরএম