ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

না.গঞ্জে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, জুন ৫, ২০১৫
না.গঞ্জে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক একরামুল কবির মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় লালপুর এলাকা হতে মামুনকে গ্রেফতার করা হয়।



জানা গেছে, ১ জুন সন্ধ্যায় তেল সেক্টর নিয়ন্ত্রণ নিতে ফতুল্লায় বাঘা আরিফ বাহিনীর সঙ্গে ফরহাদ বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় মেঘনা ডিপোর সামনে বাঘা আরিফ বাহিনীর লোকজন ফরহাদের পায়ে গুলি করে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, হামলার ঘটনায় আহত ফরহাদের বাবা রুস্তম আলী বাদী হয়ে মঙ্গলবার (২ জুন) সকালে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা করে। মামলায় আরিফ হোসেন ওরফে বাঘা আরিফকে প্রধান আসামি করা হয়। মামলার অপর আসামিরা হলো মুকুল, কিলার বাবু, ইকবাল, রতন, সালাউদ্দিন, সিদ্দিক, ওসমান, মাসুম ওরফে কাইল্লা মাসুম, ফারুক আলী, আকবর, সুমন ওরফে কানা সুমন, ইব্রাহিম ও কবির।

বাংলাদেশ সময় : ২১৪১ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।