ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বাজেটের মূল লক্ষ্য নিজেদের আখের গোছানো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, জুন ৫, ২০১৫
বাজেটের মূল লক্ষ্য নিজেদের আখের গোছানো

ঢাকা: জনগণের ওপর শোষণ ও জুলুম চালিয়ে নিজেদের আখের গোছানোই ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

শুক্রবার (০৫ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।



তিনি প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক সমালোচনা করে বলেন, অর্থমন্ত্রী ২০১৫-১৬ অর্থবছরে ২ লাখ ৯৫ হাজার ১শ কোটি টাকার যে বাজেট পেশ করেছেন এটি ৮৭ হাজার কোটি টাকার ঋণ নির্ভর বাজেট।

প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে কম বরাদ্দ, দরিদ্র জনগণের ওপর করের বোঝা, কৃষি ও কৃষকের ওপর ভর্তুকি বাড়ানো হয়নি বলেও তিনি দাবি করেন।

ডা. শফিকুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক সামনে আনলে এ কথা দিবালোকের মতো স্পষ্ট হয় যে, সরকার জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পরিবর্তে দলীয় ও আজ্ঞাবহ প্রশাসন লালনের ব্যবস্থা পাকাপোক্ত করার আয়োজন করেছে। মূলত জনগণের ওপর শোষণ ও জুলুম চালিয়ে নিজেদের আখের গোছানোই প্রস্তাবিত বাজেটের মূল লক্ষ্য।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এলকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।