ঢাকা: মাত্র ১২ দিনের মাথায় নিজের সিদ্ধান্ত বদলে ফেললেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
কয়েকদিন আগে যাকে দলের প্রাথমিক সদস্যসহ সবরকমের পদ থেকে বহিষ্কার করেছিলেন, সেই এইচএনএম শফিকুর রহমানকে (কুমিল্লা) জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে পুনর্বহাল করেছেন এরশাদ।
শফিকুরকে দেওয়া অব্যাহতিপত্র প্রত্যাহার করার বিষয়টি শুক্রবার (৫ জুন) বিকেলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন জাপা চেয়ারম্যানের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়।
দলের গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
জাপা চেয়ারম্যানের কার্যালয়ে হাতাহাতি ও নেতাদের লাঞ্ছিত করার অভিযোগে গত ২৩ মে ভাইস চেয়ারম্যান শফিকুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়। মাত্র ১২ দিনের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন এরশাদ।
দলীয় সূত্র জানায়, সম্প্রতি কুমিল্লা জেলা কমিটির কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন শফিকুর, আর নতুন কমিটির আহ্বায়ক করা হয় সংসদ সদস্য নুরুল ইসলামকে। শফিকুরের অনুসারীরা আগের কমিটি পুনর্বহালের দাবি করে আসছিলেন।
এ বিরোধ নিরসনে গত ২৩ মে শফিকুর ও নুরুলকে চেয়ারম্যানের কার্যালয়ে ডাকেন দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। আলোচনার এক পর্যায়ে ছাত্রসমাজ নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বহিষ্কার করা হয় শফিকুর রহমানকে।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এসআই/এইচএ