ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ করে চুক্তি না করার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট.কম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, জুন ৫, ২০১৫
সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ করে চুক্তি না করার আহ্বান

ঢাকা: দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে ভারতের সঙ্গে কোনো ধরণের চুক্তি থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহবান জানিয়েছে ইসলামী আন্দোলন।
 
শুক্রবার (৬ জুন) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের এক সভায় এ আহবান জানানো হয়।


 
সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ূম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
 
সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ূম বলেন, অতীতে ভারত কখনো বাংলাদেশের স্বার্থ দেখেনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে অনেকে বেশ আশাবাদী হচ্ছেন, অনেক সমস্যার সমাধান হবে। কিন্তু আমরা মনে করি, ভারত আজীবন নিজেদের স্বার্থে কাজ করে। তারা বাংলাদেশের কোনো স্বার্থ দেখবে না।
 
তিনি আরো বলেন, মোদি বা যে সরকার আমাদের দেশে আসুক, সবার লক্ষ্য হওয়া উচিৎ কিভাবে বাংলাদেশের স্বার্থ হাসিল করা যায়।
 
চরমোনাই পীরের সভাপতিত্বে সভায় সংগঠনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমদাহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এলকে/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।