ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের ঘোষিত বাজেট জনবান্ধব নয় উল্লেখ করে একে অবাস্তবায়নযোগ্য বললেন বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
শুক্রবার (০৫ মে) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি চলতি বছরের বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় একথা বলেন।
তিনি বলেন, এই বাজেট জনবন্ধব নয়, অবাস্তবায়নযোগ্য বাজেট, অনির্বাচিত সরকারের বাজেট।
এসময় তিনি কৃষিখাতে ভুর্তকির আহ্বান জানান।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এমএম/এএ