ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিলের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, জুন ৫, ২০১৫
ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিলের দাবি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে সকল অসম চুক্তি বাতিলের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই সঙ্গে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল ও পানির ন্যায্য হিস্যা আদায়েরও দাবি জানিয়েছে সংগঠনটি।


 
শুক্রবার (০৫ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ছাত্রফ্রন্ট এসব দাবি জানায়।

এর আগে একই দাবিতে একটি মিছিল করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর তারা বিক্ষোভ সমাবেশ করে।
 
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত নান্টু, সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমন, সাংগঠনিক সম্পাদক আল কাদেরী জয়, অর্থ সম্পাদক রুখসানা আফরোজ আশা, ডা. মনিষা চক্রবর্তী প্রমুখ।
 
জনার্দন দত্ত নান্টু বলেন, মোদির সফরে কি নিয়ে আলোচনা হবে, আমরা কি পাবো আর কি পাবোনা তা নিয়ে সরকার কোনো কথা বলছেনা। অথচ জনগণ এসব জানতে চায়।
 
তিনি বলেন, মোদির সফরে সকল অসম চুক্তি বাতিল করতে হবে। অন্যদিকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল, ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে।
 
এদিকে একই দাবিতে একই সময় মানববন্ধন করে বাংলাদেশ লেবার পার্টি। দলটির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্ত্বে ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপির তথ্য বিষয়ক সহ-সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম।
 
সভাপতির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ইরান বলেন, এ সরকার নতজানু সরকার। ভারত একের পর এক এদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড চালালেও সরকার কিছু করতে পারছেনা। মোদির সফরেই ৫৪ নদীর পানি, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে। অসম চুক্তি বাতিল করতে হবে।
 
বক্তারা বলেন, উজানে ৫৪টি নদীতে ভারত বাধ দেওয়ার ফলে বাংলাদেশ আজ মরুভূমিতে রূপান্তর হচ্ছে। ফারাক্কা, তিস্তার পানির ন্যায্য হিস্যা পাওয়া যাচ্ছে না। সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে দেশ আজ অবহেলিত। এ অবস্থা থেকে উত্তরণের জন্য মোদির সফরেই পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে। এসময় বক্তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও আলোচনায় বসতে মোদির প্রতি অনুরোধ জানান।
 
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
ইইউডি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।