ঢাকা: বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী প্রচারণা ও বিচ্ছিন্নতাবাদীদের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার (০৫ জুন) সকাল ১১টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, ভারত আমাদের বন্ধুসুলভ প্রতিবেশী। তাদের কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। সুতরাং ভারত বিরোধী প্রচারণা ও বিচ্ছিন্নতাবাদীরা এ দেশে ঠাঁই পাবে না।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, যুগান্তকারী এ সফর দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ভিত্তিকে আরও মজবুত করবে।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, আমি বাজেট নিয়ে আশাবাদী। এ বাজেটে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অবশ্যই অর্জন করা সম্ভব।
ব্যাংক কেলেঙ্কারি বন্ধ হলে এবং দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলেই এ প্রবৃদ্ধি অর্জিত হবে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, গত বছর যখন বাজেট পাস করা হয়েছিল তখন অনেকেই বলেছিলেন, এ বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে ৬.৫০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
এ সময় তিনি বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোর উদ্দেশে বলেন, আমাদের রাজনৈতিকভাবে স্থিতিশীল একটি বছর দিন, প্রধানমন্ত্রী জনগণকে অর্থনৈতিক প্রবৃদ্ধি উপহার দেবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমানের একটি মন্তব্য প্রসঙ্গে এই আওয়ামী লীগ নেতা বলেন, তিনি নিজেই বিএনপিকে দুর্নীতিগ্রস্ত বলেছেন। এই যদি হয় তাদের স্থায়ী কমিটির সদস্যের বক্তব্য, তাহলে আমাদের কিছু বলার দরকার নেই।
সংগঠনটির সভাপতি ডা. খন্দকার এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক নারায়ন দেবনাথ, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক রেজা এবং নৌকা সমর্থক গোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুন ০৫, ২০১৫/ আপডেট: ১৩৫৭ ঘণ্টা
এলকে/এসইউ