ব্রাহ্মণবাড়িয়া: লঞ্চ টার্মিনালে ভাড়া আদায়কে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি বাজারে যুবলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ অন্তত ২৪ জন আহত হয়েছে।
এ সময় নদীর ঘাটে থাকা পাঁচটি স্পিডবোট ও বাজারের পাঁচ/ছয়টি দোকান ভাঙচুর করা হয়।
শুক্রবার (০৫ জুন) দুপুর ১২টার দিকে স্থানীয় সোনারামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দোলারামপুর গ্রামের বাসিন্দা শাহীন ও উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মরিচাকান্দি গ্রামের বাসিন্দা লঞ্চ টার্মিনালের ইজারাদার মাহফুজুর রহমান উজ্জ্বলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় গুলিবিদ্ধ ছয়জন ছাড়া আহত আরো ১৮ জনকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন- ইসলাম মিয়া (২৫), দুলাল মিয়া (৪২), বুট্টু মিয়া (৪৫), বাবুল মিয়া (৪৫), নবী হোসেন (১৮) ও সজীব আহমেদ (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, এক যাত্রীর কাছ থেকে লঞ্চের লোকজন ভাড়া আদায় করতে গেলে ওই যাত্রী তিন টাকা ভাড়ার জন্য পাঁচশ’ বের করে দেয়। এই নিয়ে লঞ্চের লোকজনের সঙ্গে ওই যাত্রীর কথা কাটাকাটি হয়। এ সময় দোলারামপুর গ্রামের শুক্কুর আলী ও শাহজালাল এর প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরে শুক্কুর আলী ও শাহজালাল দোলারামপুর গ্রামে গিয়ে লোকজন নিয়ে এসে লঞ্চের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ১৮ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার-বুলেট ছোড়ে। এ সময় ছয়জন রাবার বুলেট বিদ্ধ হয়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় মরিচাকান্দি বাজারে পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এএটি/আরএ