ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

প্রধানমন্ত্রীর সংবর্ধনায় জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, মে ২৯, ২০১৫
প্রধানমন্ত্রীর সংবর্ধনায় জড়ো হচ্ছেন নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা / ফাইল ফটো

ঢাকা: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নাগরিক সংবর্ধনায় যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা।

শুক্রবার (২৯মে) দুপুর দুইটার পর থেকেই রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে দল বেঁধে সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন তারা।



এরমধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও যোগ দিচ্ছে নাগরিক সংবর্ধনায়।

ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সংবর্ধনা দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি।

সাড়ে ৩টায় শুরু হওয়া সংবর্ধনায় প্রধানমন্ত্রী দিক-নির্দেশনামূলক ভাষণ দেবেন বলে সংশ্লিষ্টরা জানান।

কমিটির সভাপতি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে এতে দেশবরেণ্য বুদ্ধিজীবী ও রাজনীতিকরা অংশ নেবেন।

এর আগে খ্যাতনামা বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকদের নিয়ে ২০২ সদস্যের জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে।

কমিটির সভাপতি করা হয় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে।
 
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মে ২৯, ২০১৫
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ