ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

যৌন হয়রানীর প্রতিবাদে মহিলা দলের মানববন্ধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, মে ২৯, ২০১৫
যৌন হয়রানীর প্রতিবাদে মহিলা দলের মানববন্ধন

ঢাকা: দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতন ও বাংলা বর্ষবরণ উৎসবে যৌন হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছেন জাতীয়তাবাদী মহিলা দল।

শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দফতরের দায়িত্বে থাকা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

ড. আসাদুজ্জামান রিপন বলেন- দেশে আইনের শাসন নেই বলেই নারীরা অহরহ ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন। জনগণের ভোটে নির্বাচিত সরকারই কেবলমাত্র দেশে আইনের শাসন নিশ্চিত করতে পারে।

তিনি বলেন, নারীদের প্রতি সঠিক মর্যাদা এবং তাদের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। সুতরাং এক্ষেত্রে রাষ্ট্রের  দায়িত্ব পালনের বিষয়টি এড়িয়ে যাবার সুযোগ নেই। ড. রিপন যেকোনো অন্যায় এবং নারীদের প্রতি নির্যাতন নিপীড়ণের বিরুদ্ধে দেশের নারী সমাজকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।

মহিলা দলের সভাপতি নুরী আরা সাফা’র নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহিলা দল নেত্রী রাবেয়া সিরাজ, অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, নেওয়াজ হালিমা আরলি, বিলকিস ইসলাম, রাশিদা বেগম হীরা, ফরিদা ইয়াসমিন, অ্যাডভোকেট আরিফা জেসমিন, শিরিন আক্তার রীনা, ফারহানা ইয়াসমিন আতিকা, তহমিনা শাহীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মে ২৯, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ