ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

আসল বিএনপির দাবি

‘বিএনপি হারে নাই, জিতেছে জিয়ার আসল সৈনিকেরা’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, এপ্রিল ২৯, ২০১৫
‘বিএনপি হারে নাই, জিতেছে জিয়ার আসল সৈনিকেরা’ কামরুল হাসান নাসিম

ঢাকা: মঙ্গলবার হয়ে যাওয়া তিন সিটি নির্বাচনে বিএনপি পরাজিত হয়নি উল্লেখ করে এই নির্বাচনে জিয়ার আসল সৈনিকেরা জয়লাভ করেছে বলে দাবি করলেন ‘আসল বিএনপির’ মুখপাত্র কামরুল হাসান নাসিম।

বুধবার এক বিবৃতিতে নাসিম বলেন, ‘দলের (বিএনপি) অবৈধ শীর্ষ নেতৃত্ব বেগম খালেদা জিয়া আবারও প্রমাণ করলেন, বিএনপির মতো এত বড় জনপ্রিয় দলের নেতৃত্বে তিনি থাকার যোগ্যতা রাখেন না।

তিনি রীতিমত সব পর্যায়ের নেতা কর্মীদের ঠকাচ্ছেন। পূর্ব পরিকল্পিত নির্বাচন বয়কট এর ঘোষণা দলের নিকট তাঁর ইমেজ সম্পূর্ণ ভাবে নষ্ট হয়েছে। তিনি একজন ব্যর্থ নেত্রী। ’

তিনি আরও বলেন, নিকট অতীতেও নাসিক নির্বাচনে তিনি দলের ত্যাগী নেতা তৈমুর আলম খন্দকারকে কোরবানি দিয়ে নিজের ব্যক্তিগত অভিলাষ পূরণের রাজনৈতিক খেলায় মত্ত ছিলেন। এবারেও তিন সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের দলের নেতাকর্মীদের শ্রম, অর্থকে তুচ্ছ মনে করে বিভ্রান্তির রাজনীতি করেছেন। ’

নাসিম বলেন, ‘বেগম জিয়া মানেই এখন ব্যর্থতা, নাশকতা ও অপরিপক্বতা। জিয়াউর রহমানের আদর্শে অনুরণিত থাকা জিয়া সৈনিকেরা কার্যত বেগম খালেদা জিয়া ও তাঁর মেধাহীন পুত্র তারেক রহমানকে বয়কট করেছে। ২৮ এপ্রিলের নির্বাচনে জয় হয়েছে জিয়ার আসল সৈনিকদের।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।