খুলনা: নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে দীর্ঘ ৪৭ বছর পাড়ি দিল বিএনপি। প্রতিষ্ঠার পর থেকে চারবার রাষ্ট্রক্ষমতায় গেলেও বাকি সময় নানা সংকট মোকাবিলা করেছে দলটি।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা বিএনপি তিনদিনের কর্মসূচির প্রথম দিনে সোনাডাঙ্গা থানা বিএনপি অফিসের সামনে সমাবেশ ও মিছিল, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, আলোচনা সভার সভাপতিত্বকালে এসব কথা বলেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালী নগরীর তেঁতুলতলা মোড় থেকে ময়লাপোতা, সাতরাস্তা মোড় হয়ে রয়েল মোড়ে গিয়ে শেষ হয় এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মীর মোহাম্মদ বাবু। অধ্যাপক আরিফুজ্জামান অপু ও আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, শাহারুজ্জামান মোর্তুজা, সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, নিজাম উর রহমান লালু, ইউসুফ হারুন মজনু, সরদার রবিউল ইসলাম রবি, ইকবাল হোসেন, নুরুল ইসলাম লিটন, শামীম খান ও শরিফুল ইসলাম বাবু। এসকল কর্মসূচিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগহণ করেন।
এমআরএম