ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বাসাবোতে সাংবাদিক গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, এপ্রিল ২৮, ২০১৫
বাসাবোতে সাংবাদিক গুলিবিদ্ধ ছবি : প্রতীকী

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের আওতাধীন বাসাবো উচ্চ বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে দুইপক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়েছেন অনলাইন পোর্টাল রাইজিংবিডির নিজস্ব প্রতিবেদক ইয়াসিন রাব্বী (২৩)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

তার ডান পায়ে গুলি লেগেছে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

তিনি বাংলানিউজকে জানান, সবুজবাগের বাসাবো উচ্চ বালিকা বিদ্যালয়ে কেন্দ্রের ভেতরে গোলাগুলি চলছিল। এমন সময় তিনি কেন্দ্রের ভেতরে ছিলেন। সেখানে সিঁড়ির কাছে তিনি গুলিবিদ্ধ হন।

এদিকে, ভোট চলাকালীন সময়ে কবি নজরুল কলেজের সামনে ইংরেজি দৈনিক নিউএইজের ফটো সাংবাদিক ইন্দ্রোজিৎ কুমরা ঘোষ ইটের আঘাতে আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।