ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

‘বিএনপির প্রার্থীদের পদে পদে বাধা দেওয়া হচ্ছে’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, এপ্রিল ১৭, ২০১৫
‘বিএনপির প্রার্থীদের পদে পদে বাধা দেওয়া হচ্ছে’ আ স ম হান্নান শাহ / ফাইল ফটো

ঢাকা: বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী থেকে শুরু করে কাউন্সির প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সমন্বয়কারী (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ।

শুক্রবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



হান্নান শাহ বলেন, আমাদের দলীয় প্রার্থীদের পদে পদে বাধা দেওয়া হচ্ছে, সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। নির্বাচন কমিশনকে বলার পরেও তারা কিছুই করতে পারছেন না।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে নির্বাচন কমিশন ও সরকারকে অবশ্যই লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান হান্নান শাহ।    

হান্নান শাহ বলেন, সিটি করপোরেশন নির্বাচনের আমাদের প্রার্থীরা অনেক শক্তিশালী। কিন্তু তাদের ধমিয়ে রাখা হচ্ছে। সরকার বুঝতে পেরেই নানা ভাবে তাদের ধমিয়ে রাখার পায়তারা করছে।

তিনি বলেন, নির্বাচনের জন্য দক্ষিণের ৫৭টি ওয়ার্টে ৮টি কমিটি গঠন করা হবে। যে কমিটি নির্বাচন মনিটরিং করবে। কমিটির সদস্যরা নির্বাচনের ভোট গণনা পর্যন্ত তাদের মনিটরিং চালিয়ে যাবেন।

পয়েলা বৈশাখের দিন টিএসসি মোড়ে যৌন কেলেঙ্কারীর সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানান হান্নান শাহ।

সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান আলাতফ হোসেন চৌধুরী, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।  

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এমএম / বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ