ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান।
রোববার (০৭ সেপ্টেম্বর) বসুন্ধরা অফিসে তিনি এ সাক্ষাৎ করেন।
সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন।
আলোচনাকালে জামায়াতের আমির বাংলাদেশ ও ফিলিস্তিনের গভীর ও ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং জোর দিয়ে বলেন, দল-মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ সর্বদা ফিলিস্তিনের ন্যায়সঙ্গত সংগ্রামের পাশে থাকবে।
তিনি গাজার চলমান মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করেন, যেখানে ইসরায়েলের লাগাতার আগ্রাসনে ঘরবাড়ি, হাসপাতাল, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এবং লক্ষাধিক নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে। তিনি জাতিসংঘ, ওআইসি ও বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন ইসরায়েলের দখল ও জোরপূর্বক উচ্ছেদের ধ্বংসাত্মক পরিকল্পনা অবিলম্বে বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।
তিনি আরও বলেন, ফিলিস্তিন পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও অকৃত্রিম সমর্থন অব্যাহত থাকবে।
উত্তরে রাষ্ট্রদূত ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে বাংলাদেশের আন্তরিক সমর্থন ও সংহতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন এবং অধ্যাপক ডা. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
টিআর/আরআইএস