ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

রিজভীকে রিমান্ডে নিতে বাধা নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, এপ্রিল ১২, ২০১৫
রিজভীকে রিমান্ডে নিতে বাধা নেই বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর

ঢাকা: নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে রিমান্ড স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১২ এপ্রিল) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।



ফলে রিজভীকে রিমান্ডে নিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।

এর আগে ০৫ এপ্রিল রুহুল কবির রিজভীর পুলিশি রিমান্ড মঞ্জুর করে নিম্ন আদালতের দেওয়া আদেশ এক মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট।

২০ দলীয় জোটের হরতাল-অবরোধে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গত ১৮ জানুয়ারি শেরেবাংলা নগর থানায় পুলিশের একটি মামলায় মহানগর হাকিম গত ৩১ মার্চ রিজভীকে তিন দিনের রিমান্ড দেন।

রিমান্ড আদেশ বাতিল চেয়ে ৪ এপ্রিল হাইকোর্টে আবেদন করেন কারাবন্দী রিজভী।

২০ দলীয় জোটের অবরোধ-হরতালের মধ্যে বাড্ডা থানায় দায়ের করা এক মামলায় গত ১ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন বিএনপির এ নেতা।

বাংলাদেশ সময়:১৩৩২ ঘণ্টা, এপ্রিল ১২,২০১৫
এমইএস/আরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।