ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নির্বাচনী প্রক্রিয়া নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে: জয়নুল আবদীন ফারুক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, সেপ্টেম্বর ৮, ২০২৫
নির্বাচনী প্রক্রিয়া নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে: জয়নুল আবদীন ফারুক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক

নির্বাচনী প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বিকশিত ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফারুক বলেন, নির্বাচনী প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তবে বিএনপি ও এর সহযোগী শক্তি জনগণকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে অংশ নেবে।

তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের অধীনেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।

তারেক রহমানকে স্মার্ট বাংলাদেশের রূপকার আখ্যা দিয়ে তিনি বলেন, তরুণ সমাজের দুর্দান্ত সাহস ও নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে। খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও তারেক রহমানের দিকনির্দেশনায় ডাকসু নির্বাচনে ছাত্রদল অগ্নিপরীক্ষায় অংশ নেবে।

বিএনপির এই নেতা বলেন, আমি সব ছাত্র-ছাত্রীকে আহ্বান জানাই জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাস রেখে, জুলাই বিপ্লবের আত্মত্যাগ স্মরণ করে, ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে বিজয়ী করুন।

আগামী প্রজন্মকে এগিয়ে নিতে ছাত্রদলকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলেও তিনি জানান।  

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি মানুষের অটুট ভালোবাসা, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং তারেক রহমানের ধৈর্য আজও জাতীয়তাবাদী শক্তিকে টিকিয়ে রেখেছে বলে জানান তিনি।  

ফারুক বলেন, আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, কিন্তু বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।

জয়নুল আবদীন ফারুক অভিযোগ করেন, আওয়ামী লীগ গত ১৬ বছরে গণতন্ত্র, বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা স্তব্ধ করে রেখেছে।

এসবিডব্লিউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।