ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

তৃতীয় দিনের প্রচারণায় খিলক্ষেতে তাবিথ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৩, এপ্রিল ১২, ২০১৫
তৃতীয় দিনের প্রচারণায় খিলক্ষেতে তাবিথ ছবি : দিপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তৃতীয় দিনের প্রচারণায় নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল।

রোববার (১২ এপ্রিল) সকাল ০৯টার দিকে তিনি রাজধানীর খিলক্ষেত কাঁচাবাজার এলাকায় প্রচারণায় আসেন।



এ সময় তাবিথ বাংলানিউজকে বলেন, সবার কাছে দোয়া চাইতে এসেছি। আমি তরুণ। অনেকের কাছেই নতুন। নিজের কথাগুলো বলতে ও সবার কথা শুনতে এসেছি।

খিলক্ষেত কাঁচাবাজারে ঢুকে তাবিথ ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন, করমর্দন করেন ও বুক মেলান। এ সময় তিনি তাদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের ছেলে। আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। ঢাকাকে আমি আন্তর্জাতিক মানের নগরী হিসেবে গড়ে তুলতে চাই। আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারাও আমার পাশে থাকুন।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এসকেএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।