ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

রাজনীতি

ককটেল ছুড়ে পালানোর সময় যুবক গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
ককটেল ছুড়ে পালানোর সময় যুবক গুলিবিদ্ধ প্রতীকী

ঢাকা: হরতালের সমর্থনে রাজধানীর ধানমন্ডিতে ককটেল ছুড়ে পালানোর সময় মো. মাসুদ (১৭) নামের এক যুবক পুলিশের গুলিতে আহত হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে ধানমন্ডির ৬ নম্বর রোডের মাথায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধানমন্ডি থানার উপ পরিদর্শক (এসআই) সাহিদুল বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সাহিদুল বাংলানিউজকে বলেন, বিকেল ৩টায় মাসুদ রাস্তায় ককটেল ছুড়ে পালানোর চেষ্টা করে।

এসময় গুলি করলে মাসুদ মাটিয়ে পড়ে যায়। মাসুদের ডান পায়ের গোড়ালিতে গুলি লেগেছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মাসুদ নিজেকে লালমাটিয়ায় অবস্থিত ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ