ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

রাজনীতি

সিলেটে ফের শিবিরের ভাঙচুর,ককটেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
সিলেটে ফের শিবিরের ভাঙচুর,ককটেল

সিলেট: সিলেটে ফের ঝটিকা মিছিল থেকে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে শিবিরকর্মীরা। এছাড়া তারা একটি সিএনজি চালিত অটোরিকশার গ্লাস ভাঙচুর করে।

এ সময় ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নগরীর বন্দরবাজারে এ মিছিল করে শিবিরকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানবতাবিরোধী অপরাধে জামায়াতের নায়েবে আমির আব্দুস সুবহানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া ফাঁসির রায়ের প্রতিবাদে কয়েকজন শিবির নেতাকর্মী ঝটিকা মিছিল করে ও পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনায়।

এতে বন্দরবাজার,হকার্স পয়েন্টের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ রক্ষায় পথচারীরা দিগবিদিক ছোটাছুটি করে। অনেকে দোকানপাটও বন্ধ করে দেন। এসময় শিবিরকর্মীরা একটি সিএনজি চালিত অটোরিকশার গ্লাস ভাঙচুর করে।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ শিবিরকর্মীদের ধাওয়া দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে ও ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার সকালে নগরীর কুমারপাড়া এলাকায় ঝটিকা মিছিল করে তিনটি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায় শিবিরকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ